Health

প্রতি ৪ মিনিটে ১ জন করে মহিলা এর শিকার হন

৪ মিনিট আর কতটা সময়। এই সামান্য সময়ের ব্যবধানে ১ জন করে মহিলা এর শিকার হন। এ দেশে প্রতি ৪ মিনিটে এক মহিলার জীবনে নেমে আসে অন্ধকার।

Published by
News Desk

ভারতে মহিলারা প্রতি ৪ মিনিটে এর শিকার হয়ে চলেছেন। প্রতি ৪ মিনিটে ১ জন করে মহিলা এর শিকার হন। যা কার্যত ভাবাচ্ছে। ভাবাচ্ছে মহিলারা আক্রান্ত হয়ে চলেছেন যে গতিতে তা ভারতীয় মহিলাদের জন্য কখনওই একটি ভাল ছবি নয়।

চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রতি ৪ মিনিটে ভারতে ১ জন করে মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হন। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে, যে গতিতে স্তন ক্যানসার বাড়ছে, তার চিকিৎসা ও অপারেশনের জন্য আনুপাতিক চিকিৎসক নেই।

স্তন ক্যানসারের ক্ষেত্রে অপারেশন করতে পারেন এমন চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। ফলে আরও স্তন ক্যানসারের অপারেশনে সক্ষম চিকিৎসকের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

ভারতে আরও এক বড় সমস্যা হল স্তন ক্যানসার হয়েছে কিনা সে সম্বন্ধে নিশ্চিত হওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। স্ত্রীরোগ বিশেষজ্ঞ অমিতা শুক্লা জানাচ্ছেন, ভারতে অধিকাংশ মহিলাই স্তন ক্যানসারের প্রথম দিকের লক্ষণগুলিকে গুরুত্ব দেন না। চিকিৎসকের কাছেও যান না।

রোগ অনেকটা বেড়ে গেলে তারপর এ দেশের মহিলারা একরকম নিরুপায় হয়ে তখন চিকিৎসকের কাছে হাজির হন। ততক্ষণে রোগ অনেকটা ছড়িয়ে যায়। এটা ভারতীয় মহিলাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা।

স্তন ক্যানসারের লক্ষণ সম্বন্ধে ধারনাও ভারতীয় মহিলাদের কম। সে বিষয়ে অনেকেরই সম্যক ধারনা নেই। তাঁরা জানেন না কি দেখে বিষয়টি সম্বন্ধে সতর্ক হতে হবে।

এজন্য মহিলাদের মধ্যে বিষয়টি নিয়ে আরও প্রচারেরও হয়তো প্রয়োজন রয়েছে। যাতে তাঁরা সবসময় সতর্ক থাকেন। একটি সময় অন্তর নিজেরাই নিজেদের স্তন পরীক্ষা করে দেখতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts