World

গির্জায় প্রার্থনার সময় এলোপাথাড়ি গুলি, মৃত ৪

Published by
News Desk

তখন গির্জায় প্রার্থনায় মগ্ন ছিলেন অনেকেই। অধিকাংশই সিনিয়র সিটিজেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এক ব্যক্তি গির্জায় ঢুকে প্রথমে সিটে বসল। একটু বসেই তারপর উঠে পড়ল সে। উঠে দাঁড়িয়ে জায়গা নিল। তারপর গুলি চালাতে শুরু করল। প্রার্থনারতদের ওপর এলোপাথাড়ি গুলি চলতে শুরু করল। অনেকেই আতঙ্কে সেখান থেকে দ্রুত পালাতে চেষ্টা করলেন। কাছেই একটি জায়গায় পুলিশ ছিল। তারা গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে দ্রুত হাজির হয়। পুলিশের পাল্টা গুলিতে আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায় ওই মধ্যবয়সী ব্যক্তি। তারপর সময় না দিয়ে নিজের মাথায় গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তারও। এই ঘটনায় ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের শহর ক্যাম্পিনাসের একটি গির্জায়। পুলিশ ওই বন্দুকবাজের পরিচয় জানতে পেরেছে। ওই ব্যক্তি একজন তথ্যপ্রযুক্তি কর্মী। বয়স ৪৯। নাম উলার ফার্নান্ডো গানদোলফো। তবে কেন সে এভাবে গুলি চালাল তা পুলিশের কাছে এখনও পরিস্কার হচ্ছে না। তদন্ত চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Brazil