World

পানশালায় বেপরোয়া গুলি চালিয়ে ৬ মহিলা সহ ১১ জনকে হত্যা

Published by
News Desk

পানশালায় তখন ভালই ভিড়। সেসময় আচমকাই সেখানে ঢুকে পড়ে ৭ ব্যক্তি। প্রত্যেকের হাতেই বন্দুক। তারা পানশালায় ঢুকেই গুলি চালাতে শুরু করে। কারোকে টার্গেট করে নয়। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। বিনোদনের আবহ মুহুর্তে আতঙ্কের চেহারা নেয়। রক্তাক্ত অবস্থায় এক এক করে লুটিয়ে পড়তে থাকেন অনেকে। আর্তনাদে চারিদিকের আবহাওয়া ভারী হয়ে আসে।

কিছুক্ষণ এলোপাথাড়ি গুলিবর্ষণ করে তারপর ওই ৭ বন্দুকবাজ সেখান থেকে চলে যায়। দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। রক্তাক্তদের হাসপাতালে পাঠানো হয়। এই এলোপাথাড়ি গুলিতে ৬ মহিলা ও ৫ পুরুষের প্রাণ গেছে। এঁদের মধ্যে পানশালার মালিকও রয়েছেন। কয়েকজন আহত হয়েছেন।

গত রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্রাজিলের পারা জেলার বেলেম শহরে। কিন্তু কেন ওই গুলিবর্ষণ? আততায়ীদের উদ্দেশ্যই বা কী ছিল? এসবই এখন জানার চেষ্টা করছে পুলিশ। আততায়ীদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Brazil