World

৮৪ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেললেন দম্পতি, বিশ্বে এই প্রথম

৮৪ বছর ধরে বিবাহবন্ধনে আবদ্ধ তাঁরা। এখনও আনন্দের দাম্পত্য জীবন কাটাচ্ছেন ২ জনে। ২ জনের বয়সই এখন ১০০ পার করেছে। আজও তাঁরা সুখী দম্পতি।

Published by
News Desk

দাম্পত্য জীবন কতদিনের হতে পারে? জীবনে একটা বয়সে পৌঁছনোর পরই বিয়ে। ফলে সেই বিবাহিত জীবনের সংখ্যাটা নানা হতে পারে। তবে কোনও দম্পতি ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন করছেন এটাই তাঁর পরিবার পরিজনদের কাছে দারুণ একটা বিষয় হয়ে দাঁড়ায়।

সেখানে এঁরা কাটিয়ে ফেলেছেন ৮৪ বছরের দাম্পত্য। আজও তাঁরা সুখী দম্পতি। ১৯৪০ সালে বিয়ে হয় তাঁদের। এটা তাঁরা প্রমাণও করেছেন। সে প্রমাণ যে সঠিক তাও জানা গিয়েছে।

১৯৩৬ সালে তাঁদের দেখা হয়। তারপর কয়েক বছরের প্রেমপর্ব পার করে বিয়ে। ১৩টি সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। জীবনে অনেকটাই বদলে যেতে দেখেছেন। কিন্তু তাঁদের সুখী দাম্পত্যে বদল হয়নি।

স্বামী ম্যানোয়েল ডিনো এখন ১০৫ বছরের শতায়ু অতিবৃদ্ধ। আর স্ত্রী মারিয়া ডি’সুজা ডিনো এখন ১০১ বছর বয়সী শতায়ু বৃদ্ধা। ২ জনেই শতবর্ষ পার করে আজও সমানভাবে সুখী দম্পতি। তাঁদের সন্তানদের সন্তান। তাঁদের সন্তান এবং তাঁদেরও সন্তান নিয়ে এই দম্পতির এখন ভরা সংসার।

ব্রাজিলের এই দম্পতির ৮৪ বছরের এই দাম্পত্য জীবনই এখন জীবিত অবস্থায় থাকা পৃথিবীর সবচেয়ে বেশি বসন্ত কাটানো দাম্পত্য। এই বিরলতম সুদীর্ঘ বৈবাহিক জীবনের জন্য তাঁদের বিশেষভাবে সম্মানিতও করা হয়েছে।

আজও একে অপরের হাত চেপে ধরে হাসি মুখে জীবন কাটিয়ে চলেছেন ম্যানোয়েল ও মারিয়া। গোটা বিশ্ব চায় তাঁরা এমনভাবেই যেন আনন্দে আরও অনেক বসন্ত পার করুন।

Share
Published by
News Desk
Tags: Brazil

Recent Posts