World

৬ স্ত্রীকে নিয়ে একসঙ্গে শুতে পারেননা, উপায় বার করতে খরচ হল ৮০ লক্ষ টাকা

তাঁর ইচ্ছা তিনি ৬ স্ত্রীকে নিয়ে একসঙ্গে শোবেন। কিন্তু উপায় ছিলনা। তাই ৮০ লক্ষ টাকা খরচ করে অবশেষে বার করলেন উপায়। অবাক চোখে তাকিয়ে দেখল দুনিয়া।

Published by
News Desk

তাঁর আসলে ৯ স্ত্রী। তবে নয় ছয় হয়েছে ৩ স্ত্রী ডিভোর্স করায়। ফলে তাঁর এখন ৬ স্ত্রী। এই স্ত্রী সংখ্যা আগামী দিনে বাড়বে না কমবে তা জানা নেই। তবে এই মডেল যুবক তাঁর বর্তমান ৬ স্ত্রীকে নিয়ে একসঙ্গে শুতে চান।

এটা তাঁর প্রেম জীবনের এক ইচ্ছা বলা যেতে পারে। কিন্তু এতদিন একটি বিছানায় ৬ জনকে নিয়ে কিছুতেই তিনি শুতে পারছিলেননা। স্ত্রীদের কেউ সোফায়, তো কেউ মেঝেতে শুয়ে কাটাচ্ছিলেন।

এমনকি স্ত্রীদের কয়েকজনকে জায়গা করে দিতে তিনি নিজেও অনেক সময় অন্যত্র শুতে বাধ্য হচ্ছিলেন। এভাবে কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠেছিলেন ব্রাজিলের মডেল ও ৬ স্ত্রীর স্বামী আর্থার ও উরসো। সাও পাওলোর বাসিন্দা আর্থার তাই মোটা টাকা খরচ করেও উপায় বার করলেন।

আর্থার ৬ স্ত্রীকে নিয়ে যাতে তিনি নিশ্চিন্তে শুতে পারেন সেজন্য তিনি ২০ ফুট বাই ৭ ফুটের খাট বানিয়েছেন। এ খাট তো দোকানে কিনতে পাওয়া যাবেনা। তাই বানাতেই হয়েছে।

১২ জনে মিলে দিনরাত এক করে এই খাট তৈরি করেন। যা তৈরি করতে সময় লাগে ১ বছর ৩ মাস। অবশেষে শক্তপোক্ত সেই খাট তৈরি হয়। যার ছবিও আর্থার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

এতদিনে তাঁর স্বপ্ন সত্যি হয়েছে। যে খাট তৈরি হয়েছে তাতে তিনি এখন ৬ স্ত্রীকে নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। এই খাট বানাতে আর্থারের যা খরচ হয়েছে তা ভারতীয় মুদ্রায় ৮০ লক্ষ টাকার সমান। আর্থারের এই খাট গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Brazil