World

বড় ধাক্কা খেল চিন, সাম্বার দেশে বন্ধ তাদের করোনা প্রতিষেধক টিকা

চিনের একটি করোনা প্রতিষেধক টিকা এবার বড় বিপর্যয়ের মুখে পড়ল। সংক্রমণের আতঙ্কে সাম্বার দেশে বন্ধ হয়ে গেল চিনের করোনা প্রতিষেধক টিকা প্রদান। শুরু তদন্ত।

Published by
News Desk

ভারতে এখন যে করোনা প্রতিষেধক টিকাগুলি প্রয়োগের ছাড়পত্র পেয়েছে সেগুলির মধ্যে চিনের কোনও টিকা নেই। রয়েছে ভারতের তৈরি টিকা ছাড়া ব্রিটেন, রাশিয়া ও আমেরিকার টিকার ছাড়পত্র।

তবে বিশ্বের এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে চিনের তৈরি করোনা প্রতিষেধক টিকা প্রদান হচ্ছে। সেসব দেশের মধ্যে একটি ব্রাজিল।

সেখানে চিনের তৈরি সাইনোভ্যাক কোভিড প্রতিষেধক টিকা সাধারণ মানুষের দেহে প্রয়োগ করা হচ্ছে। এতদিন তা প্রয়োগ করা চললেও এবার প্রয়োগ করা বন্ধ করল ব্রাজিল।

ব্রাজিলের টিকা নিয়ন্ত্রক সংস্থা অ্যানভিসা স্পষ্ট জানিয়ে দিয়েছে ব্রাজিলে আপাতত বন্ধ থাকবে চিনের সাইনোভ্যাক টিকার প্রদান। কেন এমন পদক্ষেপ তাও স্পষ্ট করেছে তারা।

অ্যানভিসা-র তরফে জানানো হয়েছে, যেখানে এই টিকার ভায়ালগুলি ভর্তি করা হয়েছে তা মান্যতা প্রাপ্ত কোনও উৎপাদন ক্ষেত্র নয়।

স্থানীয় ব্যাবহারের জন্য সাও পাওলোর একটি বায়োমেডিক্যাল সেন্টারে সাইনোভ্যাক উৎপাদন হচ্ছিল। কিন্তু সেই উৎপাদন স্থল অ্যানভিসা-র ছাড়পত্র পাওয়া কোনও উৎপাদন স্থল নয়। ফলে সেখানে প্রস্তুত টিকা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন থাকছে। যা এখন তদন্ত সাপেক্ষ বলে জানিয়ে দিয়েছে অ্যানভিসা।

অ্যানভিসা সাফ জানিয়েছে আপাতত সাইনোভ্যাক ব্রাজিলের মানুষকে প্রদান করা বন্ধ। তদন্ত হয়ে সব যদি ঠিকঠাক পাওয়া যায় তারপর ফের তা চালু হতে পারে। এই সিদ্ধান্ত চিনের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk