World

প্রেমিকা ছেড়ে যাওয়ায় নিজেকেই বিয়ে করলেন চিকিৎসক

প্রেমিকা ছেড়ে গেছেন কয়েক মাস হল। তাঁর বিরহে নিজেই নিজেকে বিয়ে করলেন এক চিকিৎসক। তাও আবার এলাহি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

Published by
News Desk

ব্রাসিলিয়া : পেশায় ২ জনই চিকিৎসক। একই পেশার ২ নারী পুরুষের মধ্যে গভীর প্রেম বিয়ের দিকে গড়ায়। গত বছরের শেষের দিকে ২ জনেই স্থির করেন ২০২০ সালের অক্টোবরে জীবন সফরে বাঁধা পড়বেন তাঁরা। বিয়ে করে সংসার পাতবেন।

তারপর এ বছরের প্রায় শুরু থেকেই করোনার হানা। তবে তার জন্য বিয়ে পিছোয়নি। যা দিন ধার্য ছিল তাই থেকে যায়। সমস্যা তৈরি হয় গত জুলাই মাসে এঁদের দুজনের মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঝগড়াকে ঘিরে।

এই ঝগড়ার জেরেই চিকিৎসক দিয়েগো রাবেলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তাঁর প্রেমিকা ভিটর বুয়েনো। দিয়েগো ভেবেছিলেন হয়তো এক সময় তাঁর প্রেমিকা তাঁর কাছে ফের ফিরে আসবেন। তাঁদের স্থির করা বিয়ের তারিখ ১৭ অক্টোবরেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। কিন্তু শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও ফল হয়নি। রাবেলোর কাছে আর ফিরে আসেননি বুয়েনো।

এরপরই রোখ চেপে যায় দিয়েগোর। তিনিও তাঁর আত্মীয় বন্ধুদের জানিয়ে দেন তিনি কিন্তু বিয়ে করছেন। আর ওই দিনেই করছেন। তারজন্য বাহিয়ার ইটাকেয়ার-এ সমুদ্রের ধারের একটি বিলাসবহুল রিসর্টে সব আয়োজনও তিনি করে ফেলেছেন। সকলে যেন ওইদিন হাজির হন। মোট ৪০ জনকে নিমন্ত্রণ করেন দিয়েগো রাবেলো। করোনা পরিস্থিতিতে এর চেয়ে বেশি জনকে নিমন্ত্রণ করা যেত না।

অতিথিরা সকলে হাজির হলে সকলকে অবাক করে দিয়েগো রাবেলো জানিয়ে দেন তিনি বিয়ে করছেন বটে তবে অন্য কারোওকে নয়। বরং নিজেকে।

সকলই প্রথমে হকচকিয়ে যান। নিজেই নিজেকে বিয়ে করবেন ৩৩ বছরের ব্রাজিলের বাসিন্দা ওই চিকিৎসক? তারপর অবশ্য সকলেই খুশি মনে দিয়েগোর নিজেই নিজেকে বিয়েতে সাক্ষী থাকেন।

রাবেলো নিজেকে বিয়ে করার পর সেই ছবি সোশ্যাল সাইটে আপলোড করেন। তাঁর নিজেকে বিয়ে করার সেই ছবিগুলি কার্যত ভাইরাল হয়ে যায়।

দিয়েগো রাবেলো জানিয়েছেন তাঁর এই বিয়ের দিনটা তাঁর জীবনের অন্যতম এক আনন্দের দিন। তিনি তাঁর প্রেমিকাকেও ধন্যবাদ জানিয়েছেন। তাঁকেও তাঁর পছন্দের জীবন বেছে নেওয়ার কথা বলেছেন।

Share
Published by
News Desk