Kolkata

মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

করোনার কারণে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের স্বাভাবিক ছন্দ ব্যাহত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মত বড় পরীক্ষা নিয়েও চিন্তায় তারা। যদিও তাদের কিছুটা স্বস্তি দিলেন শিক্ষামন্ত্রী।

Published by
News Desk

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা করোনার কারণে স্থগিত হয়েছে। ফলে আগে ঘোষিত সূচি মেনে পরীক্ষা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে পরীক্ষা বাতিলই হয়ে গেছে। সেকথা পরিস্কার করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এমনকি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে তাও কার্যত জানিয়ে দিলেন তিনি।

তবে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই তিনি জানাতে পারবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার বিকাশ ভবনে একটি সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন পরীক্ষা গ্রহণ নিয়ে তাঁরা আশাবাদী। করোনা সংক্রমণ কমছে। পরীক্ষা গ্রহণ নিয়ে ২টি পরীক্ষার সংসদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক ও দ্বিতীয়ার্ধে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষিত ছিল।

কিন্তু গত শনিবার যখন নবান্ন থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রায় লকডাউনের কথা ঘোষণা করেন সেদিনই তিনি এও জানিয়েছিলেন যে নির্দিষ্ট সময়ে সূচি মেনে ২টি পরীক্ষাই হচ্ছেনা। আপাতত সেগুলি স্থগিত করা হয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।

Share
Published by
News Desk

Recent Posts