National

ব্রহ্মস নিয়ে বিরোধীদের মুখেও সাধুবাদ, কতটা শক্তিশালী এই ভারতীয় ক্ষেপণাস্ত্র

অপারেশন সিঁদুরকে সামনে রেখে এখন আলোচনায় ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। যার উৎপাদন আরও বাড়াতে একটি নতুন ইউনিটের উদ্বোধন হয়েছে। কি এই ব্রহ্মস, কতটা শক্তিধর এই ক্ষেপণাস্ত্র।

Published by
News Desk

ব্রহ্মস নামে সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি অপারেশন সিঁদুরের পর নতুন করে শিরোনামে উঠে এসেছে। দেশের সুরক্ষায় এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি বড় ভরসা। লখনউয়ে ব্রহ্মস তৈরির নতুন একটি ইউনিটের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তারপর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মুখেও কিন্তু ব্রহ্মসের প্রশংসা শোনা গিয়েছে। ব্রহ্মস নিয়ে ভাবনাচিন্তা শুরু থেকে আজ পর্যন্ত তার এগিয়ে চলার ইতিহাস তুলে ধরেছেন জয়রাম।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ হয়েছে ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নাম থেকে। এই দূরপাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার প্রযুক্তিগত সাহায্যে তৈরি হয়। তারপর অবশ্য ভারত তার ক্ষমতা আরও বাড়িয়েছে সময়ের সাথে।

কি এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র? কতটাই বা এর ক্ষমতা? দেশের সুরক্ষায় কেন তার ওপর ভরসা রাখছেন সকলে? ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি তৈরি করে ব্রহ্মস এরোস্পেস। ভারত ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় তৈরি এই ক্ষেপণাস্ত্র ২৯০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা লক্ষ্যভেদে সমর্থ।

২ হাজার ৯০০ কেজি ওজনের এই বিশাল ক্ষেপণাস্ত্রটির ওজন কমানো হচ্ছে। পরবর্তী প্রজন্মের ব্রহ্মসের ওজন হচ্ছে ১ হাজার ২৯০ কেজি। এরফলে ভারতের যুদ্ধবিমান সুখোই এখন যেখানে ১টা ব্রহ্মস উড়িয়ে নিয়ে যেতে পারে, তা ৩টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে পারবে।

ব্রহ্মস ভারতের অস্ত্রভান্ডারে থাকা এমন একটি ক্ষেপণাস্ত্র যা স্থলভূমি, আকাশ ও জল, সব জায়গা থেকেই ছোঁড়া সম্ভব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts