National

যুদ্ধজাহাজ থেকে উড়ে লক্ষ্যে আঘাত হানল ব্রহ্মস

ভারতীয় যুদ্ধজাহাজ থেকে এবার উড়ে গেল ভারতের অন্যতম শক্তিশালী হাতিয়ার ‘ব্রহ্মস’। শব্দের চেয়ে দ্রুত গতির এই ক্ষেপণাস্ত্র আরব সাগরে টার্গেটে আঘাত হানে।

Published by
News Desk

নয়াদিল্লি : ভারতীয় যুদ্ধজাহাজ থেকে এবার উৎক্ষেপণ করা হল ভারতের অন্যতম শক্তিশালী হাতিয়ার ব্রহ্মস। শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের রবিবার ছিল বড় পরীক্ষা।

আরব সাগরে একটি নির্দিষ্ট লক্ষ্যে সেটি সঠিকভাবে আঘাত করতে পারে কিনা তা দেখার ছিল। এটাও দেখার ছিল যে যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা হলেও তা বহু দূরের লক্ষ্যে আদৌও সঠিকভাবে আঘাত হানতে সমর্থ কিনা।

এদিন কিন্তু আরব সাগরের ওপর নির্দিষ্ট লক্ষ্যে একদম সঠিকভাবে আঘাত হানে ব্রহ্মস। ফলে যুদ্ধজাহাজ থেকে সেটিকে উৎক্ষেপণ করা হলেও যে ব্রহ্মস একদম লক্ষ্যে আঘাত হানতে সমর্থ তা এদিন প্রমাণ হয়ে গেল। পরীক্ষা সফল হল। যা ভারতীয় নৌশক্তিকে আরও শক্তিশালী করে তুলল।

ভারত ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি ব্রুহ্মস ভারতীয় রণসম্ভারে অন্যতম শক্তিশালী অস্ত্র হয়ে হাতে এল। যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস উড়ে গিয়ে সঠিক জায়গায় আঘাত হানতে পারায় ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ফাইল : ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, ছবি – আইএএনএস

২০০৫ সালে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার হাতে আসে। সে সময় ব্রহ্মস-এর মত শক্তিশালী ক্ষেপণাস্ত্র হাতে থাকায় ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তি সঞ্চয় করেছিল। কিন্তু সেখানেই থেমে থাকেনি ডিআরডিও। সুপারসনিক ক্রজ মিসাইল ব্রহ্মস-কে আরও শক্তিশালী করার প্রচেষ্টা চলতে থাকে।

২০০৫-এর পর ব্রহ্মস-এর পরীক্ষা মাঝে হয়। তাতে সেটিকে আরও শক্তিশালী করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আরও শক্তিশালী হয় ব্রহ্মস। ব্রহ্মস-এর পাল্লা বাড়ানোর চেষ্টা ডিআরডিও চালাচ্ছিল। অবশেষে তা সফল হয় সেদিন। ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস সেদিন ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানে সঠিকভাবে।

রাশিয়ার সঙ্গে যৌথ প্রযুক্তিতে ব্রহ্মস জন্ম নিলেও তাকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ভারত নিজস্ব প্রযুক্তি কাজে লাগাচ্ছে। ভারতীয় অস্ত্রাগারে ব্রহ্মস-এর জায়গা পাওয়া অবশ্যই একটা বড় প্রাপ্তি বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।

ভারত অনেকদিন ধরেই চেষ্টা করছে অস্ত্র তৈরিতে নিজস্ব প্রযুক্তি কাজে লাগাতে। দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রে অস্ত্রাগার পূরণ করতে।

প্রসঙ্গত ব্রহ্মস নামটি এসেছে ২টি নদীর নাম থেকে। একটি ভারতের ব্রহ্মপুত্র। অন্যটি রাশিয়ার মস্কোভা। এর কারণও রয়েছে। ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস তৈরির প্রকল্পে কাজ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts