Feature

এই বিখ্যাত নদীটি ভারতের লাল নদী বলে পরিচিত, লাল হওয়ার কারণও রয়েছে

ভারতের বুক দিয়ে অনেক নদী বয়ে গেছে। তারমধ্যে কয়েকটি অত্যন্ত বিখ্যাত। তারই একটি ভারতের লাল নদী বলেও খ্যাত। লাল জলের পিছনে রয়েছে অন্য কারণ।

ভারতের ওপর দিয়ে কমবেশি ৪০০টি নদী প্রবাহিত হয়েছে। এরমধ্যে কয়েকটি নদী বিখ্যাত। যে তালিকায় গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা, কাবেরী, কৃষ্ণা, সিন্ধু, বিপাশা, ব্রহ্মপুত্রের মত নদীগুলি রয়েছে। অন্যগুলি নদী হলেও ব্রহ্মপুত্রকে নদ বলা হয়।

এদের মধ্যে এমন একটি নদী রয়েছে যা ভারতের লাল নদী বলে বিখ্যাত। লাল নদী নামকরণ হয়েছে কারণ এর জল বর্ষার সময় অনেক জায়গায় লাল হয়ে যায়।

বর্ষার সময় যখন প্রবল বৃষ্টি হয় তখন এর অববাহিকার আশপাশে থাকা পাহাড়গুলি থেকে বৃষ্টির জলে ধুয়ে মাটি গলে নামতে থাকে। সেই মাটি গোলা জল এসে মেশে নদীর জলে।

এই মাটি গোলা জল লাল হয়। কারণ এখানে পাহাড়ের গায়ের মাটিতে লৌহের পরিমাণ বেশি। যার জন্য মাটি বর্ষার জলে গুলে গেলে তা লাল রং নেয়। সেটাই নদীর জলে মিশে জলকেও লাল করে দেয়। তারপর তা প্রবাহিত হয়। সর্বত্র না হলেও অনেক জায়গাতেই ব্রহ্মপুত্রের জলের রং লাল হয়ে যায়। তাই ব্রহ্মপুত্রকে ভারতের লাল নদী বলে ডাকা হয়।

তিব্বতে জন্ম নেওয়া ব্রহ্মপুত্র ভারতের ২টি রাজ্য অরুণাচল প্রদেশ ও অসমের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উত্তরপূর্ব ভারতের অন্যতম জলভাগ ব্রহ্মপুত্র এখানকার কৃষিকাজ থেকে মৎস্য চাষ এবং অন্য নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশপাশের বাস্তুতন্ত্রকেও রক্ষা করার কাজ করে চলেছে ব্রহ্মপুত্রের জল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *