হাফ হাফ হিরে, অর্ধেক গোলাপি ও অর্ধেক রংহীন আজব হিরের সন্ধান মিলল
হিরে সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। হিরে যে সর্বদাই ঝলমলে রংহীন কাচরঙা হবে এমনটা কথা নেই। নানা রংয়ের হিরে হয়। কিন্তু হাফ হাফ হিরের দেখা পাওয়াই ভার।
হিরের খনি নানা জায়গায় রয়েছে। সেখানে হিরে পাওয়াও যায়। একাধিক রংয়ের হিরের খোঁজ মেলে। তার এক এক রকম ওজন। খনি থেকে হিরে পাওয়া নতুন কিছু নয়। খবরও নয়।
কিন্তু যদি এমন কোনও হীরকখণ্ড পাওয়া যায় যা গোটা বিশ্বের নজর কেড়ে নিতে পারে তাহলে তা অবশ্যই সংবাদের শিরোনামে জায়গা পাওয়ার যোগ্য। যা এই হিরেটি পেয়ে গেছে।
আফ্রিকার দক্ষিণভাগের একটি দেশ বোতসোয়ানা। সেখানকার একটি খনি থেকে একটি আজব হিরে পাওয়া গেছে। এমন হিরে যার ২টি রং। কিন্তু ২টি রং আলাদা করে ভেঙে যাচ্ছেনা। আলাদা হয়ে যাচ্ছেনা। একটিই খণ্ডে ২টি রং বিরাজ করছে।
২টি রং বলা যায় কিনা তা অবশ্য তর্কের বিষয়। কারণ হীরকখণ্ডটির একটি ভাগ রংহীন এবং অন্য ভাগ গোলাপি। গোলাপি ভাগটাই বেশি। রংহীন ভাগটা কিছুটা হলেও কম।
তবে ২টি রং একটি হিরের খণ্ডের মধ্যে নিশ্চিন্তে বিরাজ করছে। ৩৭.৪ ক্যারেটের এই হিরেটি এখন গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে তার বিরলতম রূপের জন্য। গ্রামের হিসাবে হিরেটির ওজন সাড়ে ৭ গ্রাম।
হিরেটি এভাবে পাওয়ার পর তা পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হন সেটি ভাল মানের হিরে। ২টি রং আলাদা হলেও হিরের খণ্ডটি একটাই। এখানেই হিরেটি এখন সারা বিশ্বে খবরে পরিণত হয়েছে। মাটির তলায় চাপ ও উত্তাপের তারতম্যে এভাবে একই খণ্ডে ২টি রংয়ের উপস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

