Sports

কলকাতায় ম্যারাথন উদ্বোধনে বরিস বেকার!

Published by
News Desk

কলকাতায় ২৫ কিলোমিটার ব্যাপী একটি ম্যারাথনের উদ্বোধন করলেন কিংবদন্তী টেনিস খেলোয়াড় বরিস বেকার। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাও হয়, দুজনে একসাথে সেলফিও তোলেন। বরিস বেকারকে সামনে পেয়ে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। এদিকে এদিন কলকাতা ঘুরে দেখেন বেকার। হাজির হন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। নিজের মুভি ক্যামেরায় সেই ঘোরাঘুরির ছবি ক্যামেরাবন্দিও করেন তিনি। কলকাতা ঘুরে বেজায় খুশি এই প্রাক্তন জার্মান টেনিস তারকা। কলকাতায় এই প্রথম পা রেখে কার্যতই মুগ্ধ বুমবুম বেকার। একটি পাস্তা উৎসবে ভাগ নেন তিনি।

 

Share
Published by
News Desk