National

শিক্ষিত মেয়ে বিয়ের প্রতিশ্রুতিকে সামনে রেখে ধর্ষণের অভিযোগ করতে পারেননা : বম্বে হাইকোর্ট

Published by
News Desk

শিক্ষিত একটি মেয়ে যদি বিয়ের আগে কোনও পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেন তবে তার দায় তাঁকেও নিতে হবে। ২১ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয় বম্বে হাইকোর্টে। সেই মামলায় ওই যুবকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করতে গিয়ে বিচারপতি মৃদুলা ভাটকর বলেন, একজন শিক্ষিত মেয়ে তাঁর সম্মতিক্রমেই বিয়ের প্রতিশ্রুতিকে মাথায় রেখে বিবাহপূর্ব কোনও যৌন সম্পর্কে লিপ্ত হলে তার দায় তাঁর পুরুষ বন্ধুটির মত তাঁকেও নিতে হবে। ফলে এসব ক্ষেত্রে সতর্কতা জরুরি। পরে ধর্ষণের মামলা দায়ের করার সময় দায় তাঁরও থেকে যায়। ফলে তখন দু’পক্ষেরই কথা আদালতকে মাথায় রেখে এগোতে হয়। এপ্রসঙ্গে সমাজে বিবাহপূর্ব যৌন সম্পর্কের বাড়বাড়ন্ত নিয়েও বক্তব্য রাখেন বিচারপতি। মেয়েদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।

 

Share
Published by
News Desk