National

জেলেই কাটবে মাফিয়া ডন অরুণ গাউলির বাকি জীবন

Published by
News Desk

মাফিয়া ডন অরুণ গাউলির নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এতটাই কুখ্যাতি ছিল তার। সেই অরুণ গাউলিকে পুলিশ গ্রেফতার করে ২০০৮ সালে। শিবসেনার এক কর্পোরেটারকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। অরুণ গাউলির বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে লোক পাঠিয়ে মুম্বইয়ের ঘাটকোপারের বাসিন্দা কর্পোরেটার কমলাকর জামসান্দেকরকে খুন করায়। সেই ঘটনার পর অরুণ গাউলি গ্রেফতার হয়।

শিবসেনার কর্পোরেটারকে হত্যার সুপারি নিয়েছিল অরুণ গাউলি। মহারাষ্ট্রের একটি আদলতে এই মামলা চলে। ২০১২ সালে অরুণ গাউলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মহারাষ্ট্রের একটি আদালত। সেই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করে অরুণ গাউলি। সেই মামলা এতদিন পর্যন্ত চলে। অবশেষে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখল বম্বে হাইকোর্ট।

বম্বে হাইকোর্ট অরুণ গাউলির আজীবন কারাবাসেরই রায় দিয়েছে। ফলে এখন অরুণ গাউলির সামনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার রাস্তা খোলা রইল। নতুবা এই রায় মেনেই কারাগারে জীবন কাটাতে হবে। সেই যে ২০০৮ সালে অরুণ গাউলিকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে জেলই তার ঘর হয়ে গেছে। আপাতত নাগপুর সংশোধনাগারে রয়েছে অরুণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk