Categories: World

মন্ত্রীকে পিটিয়ে মারল খনি শ্রমিকরা

Published by
News Desk

নতুন খনি সংক্রান্ত আইন নিয়ে ধর্মঘটরত শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটাতে গিয়েছিলেন বলিভিয়ার ডেপুটি অভ্যন্তরীণমন্ত্রী রোডোলফো ইলানেস। কিন্তু হল উল্টোটা। খনি শ্রমিকদের সঙ্গে কথা বলতে যেতেই আচমকা ইলানেসকে ঘিরে ধরেন তাঁরা। শুরু হয় মার। বলিভিয়া সরকারের আর এক মন্ত্রী কার্লোস রোমেরো জানিয়েছেন, ইলানেসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে শ্রমিকরা। পুলিশ তদন্তে গেলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথর বর্ষণ। পুলিশ পাল্টা লাঠিচার্জ করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়।

মন্ত্রীকে হত্যা ও তার পরবর্তী পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বলিভিয়া জুড়েই আতঙ্কের পরিবেশ। গত সোমবার থেকে খনি শ্রমিকরা রেল ও সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছিলেন। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছিল। এই পরিস্থিতিতে পান্ডুরো নামে একটি জায়গায় পথ অবরোধ করে রাখা খনি শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন ইলানেস। তারপরই ওই ঘটনা ঘটে। একজন মন্ত্রীকে এভাবে পিটিয়ে খুনের ঘটনা মোটেও ভাল চোখে নিচ্ছে না বলিভিয়া সরকার।

Share
Published by
News Desk
Tags: Bolivia

Recent Posts