World

পানীয় জলের জন্য জুতোই ছিল ভরসা, ঘন জঙ্গলে হারিয়ে ১ মাস কাটালেন যুবক

এ অভিজ্ঞতার কথা বহু মানুষকে শিহরিত করতে পারে। এভাবেও যে বেঁচে থাকা যায় সেটাই তো অবাক করা! তবে ওই যুবক এভাবেই কাটালেন ১ মাস।

Published by
News Desk

তিনি তাঁর ৪ বন্ধুর সঙ্গে গিয়েছিলেন শিকারে। গহন জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এক সময় তিনি পথ হারান। অনেক ডাকাডাকি করেও বন্ধুদের আর দেখা পাননি। খুঁজে পাননি ঘরে ফেরার রাস্তাও। বরং যতই খুঁজেছেন ততই জঙ্গলের গোলকধাঁধায় হারিয়ে গেছেন।

একসময় কার্যত হাল ছেড়ে দেন তিনি। জঙ্গল থেকে মুক্তির আর কোনও পথ নেই বুঝে এবার শুরু হয় বেঁচে থাকার লড়াই। এ জঙ্গলে তাঁর খাবার মত খাবার কোথায়! বরং রয়েছে ভয়ংকর সব প্রাণি থেকে মৃত্যুর সম্ভাবনা। অগত্যা খিদের জ্বালায় তিনি কীটপতঙ্গ ধরে খেতে শুরু করেন।

জলের জন্য নিজের জুতো ছিল ভরসা। যখনই বৃষ্টি নামত, তিনি নিজের জুতোয় বৃষ্টির জল ভরে নিতেন। আর এভাবেই তিনি কাটাতে থাকেন দিন।

একসময় মনে হয়েছিল তিনি হয়তো আর কোনও দিনই এই জঙ্গল থেকে বার হতে পারবেন না। তবে তাঁকে খোঁজাও অন্যদিকে বন্ধ হয়নি। ফলে ১ মাস পর তাঁর খোঁজ পান উদ্ধারকারীরা। জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাঁকে।

এই ঘটনার কথা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বলিভিয়ার বাসিন্দা জোনাথন অ্যাকোস্টা ইউনিটেল নামে বলিভিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যামাজনের গহন জঙ্গলে হারিয়ে যাওয়ার শিহরণ জাগানো অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সেই ভয়ংকর ১ মাস যে তাঁর জীবনে যে দুঃস্বপ্ন হয়ে রইল তা তাঁর কথা থেকেই পরিস্কার।

Share
Published by
News Desk
Tags: Bolivia

Recent Posts