World

খারাপ আবহাওয়ায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২২

Published by
News Desk

২টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ২২ জন। আহত হয়েছেন আরও ৩০ জন। গত শনিবার ঘটনাটি ঘটে বলিভিয়ার চাল্লাপাটা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ওরুরো-পোটোসি হাইওয়ের ওপর। আহতদের নিকটবর্তী চাল্লাপাটা ও ওরুরো শহরের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২টি বাসের দুরন্ত গতিই এই ভয়াবহ দুর্ঘটনার কারণ। তবে গতির সঙ্গে সঙ্গে দুর্ঘটনার সময় ওই এলাকায় হতে থাকা বৃষ্টিপাত ও কুয়াশার জন্য দৃশ্যমানতার অভাবও বাস ২টির চালকদের নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bolivia

Recent Posts