Categories: World

নাইজেরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২২

Published by
News Desk

নাইজেরিয়ার মাইদুগুড়ি এলাকায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ২২ জনের। আহত অন্তত ১৮। নাইজেরিয়া প্রশাসনের দাবি, দুই মহিলা জঙ্গি পুরুষ সেজে মসজিদে ঢুকে গায়ে বাঁধা বোমা ফাটিয়ে দেয়। আত্মঘাতী এই বিস্ফোরণে মসজিদে প্রার্থনারত মানুষজনের দেহ ছিন্নভিন্ন হয়ে ‌যায়। শুরু হয় হৈচৈ। ভোরের দিকে হওয়া এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইদুগুড়ির পর বর্ণ নামে অন্য একটি গ্রামেও এদিন বিস্ফোরণে মৃত্যু হয় ৫ জনের। বোকো হারাম জঙ্গিদের খাসতালুক হিসাবেই পরিচিত এই এলাকা। কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রশাসনের অনুমান এই হামলার পিছনে বোকো হারাম জঙ্গিদের হাত রয়েছে।

Share
Published by
News Desk
Tags: Boko Haram

Recent Posts