ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে সাহারা থেকে ড্রিম ইলেভেন, নানা সংস্থার নাম দেখতে পাওয়া গেছে। ভারতে যেহেতু ক্রিকেট নিয়ে উন্মাদনা সবচেয়ে বেশি, তাই বিভিন্ন সময়ে ভারতীয় ক্রিকেট তারকাদের জার্সিও ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে নজর কেড়েছে।

ভারতের ক্রিকেট জার্সিতে যে সংস্থার নাম থাকে তার পরিচিতি তাই বহুগুণে বেড়ে যায়। ড্রিম ইলেভেনের পর কোন সংস্থার নাম ও লোগো ভারতীয় জার্সিতে দেখতে পাওয়া যাবে তা নিয়ে জল্পনা চলছিল।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই জমা পড়া আবেদনপত্র নিয়ে একাধিক বৈঠক করে। অবশেষে তারা নাম চূড়ান্ত করেছে। ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে এবার দেখতে পাওয়া যাবে অ্যাপোলো টায়ারস-এর নাম ও লোগো।

টায়ার প্রস্তুতকারী এই সংস্থার সঙ্গে বিসিসিআইয়ের আড়াই বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৮ সালের মার্চ মাসে এই চুক্তি শেষ হবে। ভারতীয় পুরুষ ও মহিলা, ২ ক্রিকেট দলের জার্সিতেই অ্যাপোলো টায়ারসের নাম ঝলমল করতে দেখা যাবে।

যে কোনও ফরম্যাটের ক্রিকেটেই ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে অ্যাপোলোর নাম ও লোগো দেখতে পাওয়া যাবে। এক দীর্ঘমেয়াদি টানটান বিডিং পদ্ধতির মধ্যে দিয়ে অ্যাপোলো টায়ারসকে বেছে নেয় বিসিসিআই।

ফলে অ্যাপোলো টায়ারসই এখন টিম ইন্ডিয়ার লিড স্পনসর। অ্যাপোলো টায়ারসকে বেছে নেওয়ার পর বিসিসিআই এই পার্টনারশিপকে স্বাগত জানিয়েছে। প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট দল এখন সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপে ব্যস্ত রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা