Sports

অর্জুনের জন্য ১ মহিলা সহ ৪ জনের নাম প্রস্তাব করল বিসিসিআই

Published by
News Desk

দেশের কোন কোন ক্রিকেটারকে এবার অর্জুন পুরস্কার দেওয়া যেতে পারে তার জন্য নাম প্রস্তাব করল বিসিসিআই। বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার ক্রিকেট অপারেশনস সাবা করিমের নেতৃত্বে শনিবার একটি বৈঠক হয়। সুপ্রিম কোর্টের নিযুক্ত বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস-এর সঙ্গে বৈঠক হয়। তারপরই ৪ ক্রিকেটারের নাম প্রস্তাব করেন সাবা। অর্জুন পুরস্কারের জন্য এবার পুরুষ দল থেকে ৩ জন ও ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে ১ জনের নাম প্রস্তাব করা হয়েছে।

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থেকে ২ পেসার যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সামির নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া অলরাউন্ডার হিসাবে পরিচিত রবিন্দর জাদেজার নামও প্রস্তাব করা হয়েছে। প্রসঙ্গত এবার জাদেজার নাম ভারতীয় বিশ্বকাপ দলে তৃতীয় স্পিনার হিসাবে রাখা হয়েছে। এঁরা ৩ জনই বিশ্বকাপের জন্য বেছে নেওয়া ১৫ জনের দলে রয়েছেন।

ভারতের ৩ পুরুষ ক্রিকেটারের পাশাপাশি ১ মহিলা ক্রিকেটারের নামও অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য পুনম যাদবের নাম প্রস্তাব করা হয়েছে। আগ্রার মেয়ে পুনম ২০১৩ সালে ভারতীয় দলে জায়গা পান। ভারতীয় দলের ডানহাতি লেগব্রেক বোলার হিসাবে যথেষ্ট সাফল্যও রয়েছে তাঁর ঝুলিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: BCCI

Recent Posts