Categories: World

বিএমডব্লিউ-রাজ্য কথা

Published by
News Desk

গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লিউর উচ্চপদস্থ আধিকারিকরা কর্পোরেট সময়ের ৩ ঘণ্টা এদিন তাঁদের জন্য ব্যয় করেছেন। তাঁদের সঙ্গে আলোচনাও ভাল হয়েছে। রাজ্যে লগ্নি নিয়ে ভেবে দেখছে বিএমডব্লিউ। এদিন জার্মানির মিউনিখে বিএমডব্লিউ সংস্থার সঙ্গে বৈঠকের পর এমনই জানালেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। এদিনের বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন আধিকারিক। অন্যদিকে বিএমডব্লিউর পক্ষে ছিলেন সংস্থার কর্পোরেট আধিকারিকরা। আগামী প্রজন্মের গাড়ি অর্থাৎ গ্রিন কার নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ইলেকট্রিক গাড়ি ও ইলেকট্রিক বাইক প্রস্তুত করতে আগ্রহী বিএমডব্লিউ তাঁদের সামনে ৩টি প্রেজেন্টেশন তুলে ধরেন। ঘুরিয়ে দেখান হয় তাঁদের ইলেকট্রিক চালিত গাড়ি। অন্যদিকে পশ্চিমবঙ্গে তাঁরা কারখানা গড়তে চাইলে সরকারের তরফে সবরকম সাহায্য তাদের দেওয়া হবে বলেও পাল্টা আশ্বস্ত করেছেন অমিতবাবু। পরে শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগ কোনও ম্যাজিক নয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। দু’পক্ষে প্রাথমিক কথা হয়েছে। এবার তা এগিয়ে নিয়ে যেতে হবে।

Share
Published by
News Desk