SciTech

বিশ্বের কুৎসিততম প্রাণি এটি, বাসস্থানও বেশ অদ্ভুত

বিশ্বের কুৎসিততম প্রাণি কোনটি এ প্রশ্ন করা হলে চট করে কোনও উত্তর দেওয়া কঠিন। তবে তার উত্তর রয়েছে। এটি যেখানে থাকে তা বেশ নজরকাড়া।

Published by
News Desk

বিশ্বে প্রাণির অভাব নেই। জল, স্থল, অন্তরীক্ষে এক এক প্রাণির অবাধ বিচরণ। এমনও প্রাণি রয়েছে যারা জল এবং স্থল বা স্থল এবং অন্তরীক্ষে সাবলীল। সে জন্তুজানোয়ার হোক বা মাছ বা জলের জীব বা কীট পতঙ্গ, সবই প্রাণি।

এদের এক একটি প্রাণির এক একটি নাম। তাদের দেখতেও আলাদা। পৃথিবীর বুকে এমন অনেক প্রাণি ঘোরে যাদের দেখলে ভাল লাগে। আবার এমনও সব প্রাণি রয়েছে যাদের চেহারা দেখলে বিরক্ত হন মানুষজন।

অনেক সময় তাদের দেখে আতঙ্কিতও হন। এতটাই কুৎসিত দর্শন তাদের। এই কুৎসিত দর্শন নানা প্রাণির মধ্যে সবচেয়ে কুৎসিত হিসাবে একটি প্রাণিকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা।

এই প্রাণিটি আবার সূর্যের আলো দেখে না। তারা সমুদ্রের গভীরে বসবাস করে। এমন জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছয় না। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, তাসমানিয়া ও নিউজিল্যান্ডের সমুদ্রে এদের বাস।

এরা সমুদ্রের এতটাই তলদেশে বাস করে যেখানে জলের চাপ অস্বাভাবিক। সেখানেই তারা দিব্যি জীবন কাটায়। ওই প্রবল জলের চাপ সহ্য করতে যাতে অসুবিধা না হয়, সেজন্য এদের দেহে হাড় অত্যন্ত নরম হয়। শরীরের মাংসল অংশ জেলির মত নরম। এদের বলা হয় ব্লবফিশ।

এই ব্লবফিশ যেহেতু সমুদ্রের নিচে প্রবল জলের চাপে বেঁচে থাকে, তাই তাদের উপরে নিয়ে এলে তাদের দেহ ফুলে ওঠে। তখন তাদের আরও ভয়ংকর দেখতে হয়।

শরীরটা থলথলে ছাল ছাড়া মাংসের মত। মুখ, নাক দেখলে রীতিমত ভয় করতে পারে। এই ব্লবফিশকেই পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণি হিসাবে গণ্য করা হয়।

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts