Business

১ বছরে ১০ হাজার কন্ডোম কিনলেন এক ব্যক্তি, স্যালুট জানাল সংস্থা

১ বছরে তিনি ১০ হাজার কন্ডোম কিনেছেন। একটি ডেলিভারি সংস্থার কাছে অর্ডার দিয়েই তিনি বিভিন্ন সময়ে তা সংগ্রহ করেছেন। ওই ব্যক্তিকে স্যালুট জানাল সংস্থা।

Published by
News Desk

ভারতীয়রা এখন কন্ডোমের গুরুত্ব সম্বন্ধে অবহিত। দৈহিক সম্পর্ককে স্বাস্থ্য সচেতন ও চিন্তাহীন করে তুলতে তাঁরা অনেকেই এখন দোকান থেকে কন্ডোম কিনতে দ্বিধা করেননা। আবার এখনও একটা বড় অংশ রয়েছেন যাঁরা এ শব্দ মুখে আনতেও কুণ্ঠা বোধ করেন।

দোকানে গিয়ে তা কেনার ইচ্ছা থাকলেও বিক্রেতা বা অন্য ক্রেতাদের সামনে বলে উঠতে পারেননা। কন্ডোম নিয়ে সংকোচ দ্বিধা কাটানোর জন্য সরকারের তরফেও প্রচার কম হয়নি।

সিনেমার মাধ্যমেও বিষয়টি নিয়ে মানসিক টানাপোড়েন মুছে ফেলার চেষ্টা হয়েছে। তবে এখন একটা সুবিধা হয়েছে। যাঁরা কিনতে চান, কিন্তু দোকানে গিয়ে বলতে দ্বিধা বোধ করেন, তাঁরা অনলাইনে অর্ডার করেই কন্ডোম কিনে নিচ্ছেন।

যে ডেলিভারি সংস্থাগুলি ভারতে যথেষ্ট সক্রিয় তারই একটি সংস্থার তরফে বছর শেষে এক চমকে দেওয়া তথ্য সামনে এসেছে। তারা জানাচ্ছে দক্ষিণ দিল্লির এক বাসিন্দা এই এক বছরে ৯ হাজার ৯৪০টি কন্ডোম অর্ডার করেছেন ওই সংস্থার কাছে।

সংস্থার তরফ থেকে ওই সংখ্যক কন্ডোম ওই ব্যক্তিকে বছরের বিভিন্ন সময় মিলিয়ে ডেলিভারি করা হয়েছে। ৩৬৫ দিনে ৯ হাজার ৯৪০টি কন্ডোম! ওই ব্যক্তিকে স্যালুট জানিয়েছে ডেলিভারি সংস্থা।

সংস্থার তরফে এও জানানো হয়েছে তারা ১ বছরে নানারকম নজরকাড়া অর্ডার পেয়েছে। যেমন বেঙ্গালুরুর বাসিন্দা এক ব্যক্তি সংস্থার কাছে ১ লক্ষ ৫৯ হাজার টাকার আইফোন অর্ডার করেন। সেই বহুমূল্য আইফোনের অর্ডারের সঙ্গে জুড়ে দেন ১টি পটেটো চিপসের প্যাকেট ও ৬টি কলার অর্ডারও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts