Categories: Kolkata

দিলীপ ঘোষের হুঁশিয়ারি

Published by
News Desk

রাজ্যে দলের অন্যতম নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ওপর হামলা যে তারা ভাল চোখে নিচ্ছেন না তা এদিন হুংকারেই বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতা-নেত্রী সহ কর্মী, সমর্থকদের ওপর হামলা বন্ধ না হলে আগামী ২৭ মে রেড রোডে নতুন সরকারে শপথগ্রহণ অনুষ্ঠানই ভণ্ডুল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এভাবে চলতে থাকলে তাঁরা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। প্রয়োজনে ওদিন রেডরোড অবরুদ্ধ করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। এদিন রূপা গঙ্গোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে হাজরায় কালীঘাট অভিযানের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাঁদের পথ আটকায় পুলিশ। তখনই এই হুমকি দেন দিলীপ ঘোষ।

Share
Published by
News Desk

Recent Posts