Kolkata

এবার খোদ কলকাতার রাস্তায় বিতর্কিত স্লোগান

Published by
News Desk

রবিবার শহিদ মিনার প্রাঙ্গণে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভা। বিজেপির শীর্ষ নেতৃত্বের এই সভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের পারদ চড়ছিল বেশ কিছুদিন ধরেই। বিজেপির রাজ্য নেতারাও যথেষ্ট তৎপর ছিলেন এই জনসভাকে সফল রূপ দিতে। তারই চূড়ান্ত পর্বে পৌঁছে রবিবার সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেন বিজেপি কর্মীরা। অন্য জেলা থেকেও বহু বিজেপি কর্মী সমর্থক হাজির হন। তেমনই একটি শহিদ মিনারমুখী মিছিল থেকে উঠল বিতর্কিত স্লোগান। খোদ কলকাতার বুকে শোনা গেল ‘গোলি মারো’ হুংকার।

মধ্য কলকাতা দিয়ে বিজেপির পতাকা হাতে একটি মিছিল এগিয়ে যাচ্ছিল শহিদ মিনারের দিকে। রাস্তা দিয়ে এগিয়ে চলা সেই মিছিল থেকে স্লোগান ওঠে ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো…কো’। যদিও ভিডিও-র সত্যতা সংবাদ সংস্থা যাচাই করেনি। তবে এই ভিডিও ছড়িয়েছে। এই স্লোগান ঘিরে ইতিমধ্যেই বিতর্কও জমাট বেঁধেছে। যে স্লোগান ঘিরে বিতর্কও মাথাচাড়া দিয়েছে, সেই হুংকার কলকাতার রাস্তায় শুনে হতবাক অনেকেই।

কলকাতার রাস্তায় এই মিছিলের ভিডিও ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও সেই ভিডিও জায়গা পেয়েছে। গত ২৭ জানুয়ারি দিল্লি নির্বাচনের আগে এমনই স্লোগান দিল্লির বুকে দিয়ে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয়েছিল বিজেপির অনুরাগ ঠাকুরকে। শাস্তি স্বরূপ তাঁকে ৭২ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচার থেকে ব্যান করে নির্বাচন কমিশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts