Kolkata

প্রত্যেক সভায় যান লাঠির গোছা নিয়ে, নির্দেশ রাহুল সিনহার

Published by
News Desk

কাঁথির ঘটনাকে সামনে রেখে এবার লাঠি নিয়ে প্রত্যেক সভায় যাওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। স্বভাবতই তাঁর এই মন্তব্যে উস্কানির গন্ধ পাচ্ছেন অনেকে। যদিও রাহুলবাবু সাফ জানিয়েছেন কারও সাথে মারামারি করতে নয়। কাউকে আঘাত করতে নয়। আত্মরক্ষার প্রয়োজনে সকলকে লাঠির গোছা নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

যতদিন না এ রাজ্য থেকে তৃণমূল সরকার বিদায় নিচ্ছে ততদিন লাঠির গোছা নিয়ে বিজেপির সভায় যাওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি সামনে প্রধানমন্ত্রীর সভাতেও সকলকে হাতে লাঠি রাখার কথা বলেছেন রাহুল সিনহা।

Share
Published by
News Desk

Recent Posts