Kolkata

নারদকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি

Published by
News Desk

নারদকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও পদ থেকে অপসারণের দাবিতে এদিন পথে নামল বিজেপি। দুপুরে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বার হয়। ধর্মতলা থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় রবীন্দ্র সদন সংলগ্ন নিজাম প্যালেসের কাছে। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতা রাহুল সিনহা সহ অন্যান্য রাজ্য নেতৃত্বও এদিন মিছিলে পা মেলান। সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। মিছিলের জেরে দুপুরে ধর্মতলা চত্বরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। প্রবল গরমে ঠায় বাসে বা গাড়িতে আটকে থেকে গলদঘর্ম হতে হয় বহু মানুষকে। অনেকেই গন্তব্যে পৌঁছতে হাঁটতে শুরু করেন। প্রবল গরমে এমন যানজটে চরম ভোগান্তির শিকার হন তাঁরা।

 

Share
Published by
News Desk

Recent Posts