State

কংগ্রেস-বামেদের সঙ্গে কীভাবে জোট করলেন মমতা, প্রশ্ন স্মৃতির

Published by
News Desk

যাঁদের দেশের উন্নয়ন বা মানুষের ভাল নিয়ে কোনও মাথাব্যথা নেই, সেই বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় মেগা অপজিশন ব়্যালিতে অংশ নিয়েছিলেন। এসব অসাধু বিরোধী নেতারা যাঁরা নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া করতেন, তাঁরা এখন বাঁচার জন্য নিজেদের মধ্যে হাত মিলিয়েছেন। বুধবার ঝাড়গ্রামে বিজেপির জনসভা থেকে এভাবেই ব্রিগেডের জনসভার বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এদিনের সভায় বাংলার বিজেপি নেতৃত্বের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। স্মৃতি ইরানির দাবি, এই বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছেন। তাঁর উন্নয়নকে ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ভয়ে আছেন বলে এদিন দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর উন্নয়নের ঢেউ পশ্চিমবঙ্গেও আছড়ে পড়বে বলে ভয় পাচ্ছেন দিদি।

ঝাড়গ্রামের মঞ্চ থেকে বিস্ময় প্রকাশ করে স্মৃতি ইরানি বলেন, যে কংগ্রেস ও বাম নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলেছেন, যে বাম ও কংগ্রেস তাঁর দলের বহু কর্মীকে হত্যা করেছে, তাদের সঙ্গে কীভাবে মমতা জোট করতে পারলেন? এদিন স্মৃতি ইরানি বলেন, মমতা দিদি কী ভুলে গেছেন যে একদিন সিপিএম তাঁর চুলের মুঠি ধরে তাঁকে নিগৃহীত করেছিল। এখন রাজ্যে জন্ম থেকে মৃত্যু যে কোনও সরকারি সুবিধা পেতে গেলে ‘তোলা’ দিতে হয় রাজ্যবাসীকে, এদিন দাবি করেন স্মৃতি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk