Kolkata

বেহালায় বিজেপির আইন অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Published by
News Desk

আদালত থেকে রাজ্যে রথযাত্রার অনুমতি যতদিন না মিলছে ততদিন রাজ্যজুড়ে তাঁদের আইন অমান্য কর্মসূচি চলবে। একথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত সোমবার বসিরহাটে বিজেপির আইন অমান্যে তিনি নিজে ছিলেনও। তাঁর সামনেই আইন অমান্য ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী আহত হন। বিজেপির সেই আইন অমান্য কর্মসূচি বৃহস্পতিবার পালিত হল বেহালায়।

বেহালা ব্লাইন্ড স্কুলের সামনে থেকে মিছিল বার হয়। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এগোয় বেহালা থানার দিকে। কিন্তু অতদূর পৌঁছতে পারেনি সেই মিছিল। তার আগেই মিছিলের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। তারপরই রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts