State

রথযাত্রা উপলক্ষে রাস্তায় কৈলাস

Published by
News Desk

কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা শুরু হচ্ছে। সেজন্য আগামী ৭ ডিসেম্বর সেখানে অমিত শাহ সভাও করবেন। তাই রথযাত্রা শুরুর আগে সেখানে ইতিমধ্যেই হাজির হতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। বুধবার সকালে সেখানে দেখা মিলল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। বিজেপি কর্মীদের সঙ্গে করে এদিন সকালেই রাস্তায় নেমে পড়লেন তিনি। রথযাত্রা এবং বিজেপি সভাপতি অমিত শাহের সভা সফল করতে মানুষের সহযোগ প্রয়োজন। তাই এদিন কোচবিহারের সাধারণ মানুষের কাছে হাজির হন কৈলাস।

রাস্তায় রাস্তায় ঘুরে বিলি করেন হ্যান্ডবিল। আমন্ত্রণ জানান অমিত শাহের সভায় হাজির হওয়ার। চায়ের কাপ হাতেও রাস্তায় বসে কথা বলেন অনেকের সঙ্গে। সব মিলিয়ে তাঁদের কর্মসূচি সফল করতে চেষ্টার ত্রুটি রাখছে না বিজেপি নেতৃত্ব।

Share
Published by
News Desk