Kolkata

বিজেপি কিষাণ মোর্চার বিধানসভা অভিযান ঘিরে অশান্ত ধর্মতলা

Published by
News Desk

একগুচ্ছ দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিধানসভা অভিযান করল বিজেপি কিষাণ মোর্চা। এদিন দুপুরে চিত্তরঞ্জন এভিনিউতে রাজ্য বিজেপির সদর দফতর থেকে মিছিল বার হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন রাজ্যে কিষাণ মোর্চার নেতা রামকৃষ্ণ পাল। বহু বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে যোগ দেন। মিছিল চিত্তরঞ্জন এভিনিউ হয়ে যোগাযোগ ভবন, ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পৌঁছয় ধর্মতলায়। মিছিলকে কেন্দ্র করে ছিল প্রচুর পুলিশি বন্দোবস্ত।

রানি রাসমণি রোডে মিছিল হাজির হলে সেখানে পুলিশ ব্যারিকেড করে তাদের পথ আটকায়। ছিল দ্বিস্তরীয় ব্যারিকেড। প্রথমে ব্যারিকেডে ধাক্কা খেয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তা ভেঙে এগোনোর চেষ্টা করেন। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অবশ্য পরে বিজেপি কর্মীরা শান্ত হন। তাঁদের দাবিপত্র নিয়ে বিধানসভায় যায় বিজেপির একটি প্রতিনিধিদল। এদিকে বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে মধ্য কলকাতায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

Share
Published by
News Desk