State

রাজ্য সভাপতির ওপর হামলার চেষ্টা, রাজ্য জুড়ে বিজেপির অবরোধ, বিক্ষোভ

Published by
News Desk

বিজেপির ডাকে রাজ্যজুড়ে প্রতিবাদ, অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন আমজনতা। কলকাতায় তেমন বড় কিছু না হলেও সকাল থেকে রাজ্যের অন্যান্য জেলায় শুরু হয় রেল ও পথ অবরোধ। বাঁকুড়ার বড়জোড়ায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। ফলে এই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। যদিও এখানে বেশিক্ষণ অবরোধ স্থায়ী হয়নি। এছাড়া উলুবেড়িয়ার কাছে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। হাওড়ার কুলগাছিয়ায় রেল অবরোধ হয়। চুঁচুড়ায় জিটি রোডে অবরোধ হয়। এভাবে বিভিন্ন জায়গায় অবরোধে স্থানীয় মানুষজনের কিছুটা সমস্যা হয়।

হুগলির মশাট থেকে সভা সেরে ফেরার পথে গত রবিবার সন্ধেয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার চেষ্টা হয়। বিজেপির আর এক নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর হয়। জয়বাবুকেও বাঁশ দিয়ে আঘাত করে দুষ্কৃতিরা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুললেও তৃণমূলের তরফে তা অস্বীকার করা হয়। বরং এটা বিজেপির গোষ্ঠী কোন্দল বলে পাল্টা দাবি করে তৃণমূল। অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে গত রবিবার রাতেই বিজেপির প্রধান দলীয় কার্যালয় থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মশাল মিছিল বার করে যুব বিজেপি। প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, সমাবেশ ও অবরোধের ডাক দেন বিজেপি রাজ্য নেতৃত্ব।

Share
Published by
News Desk