বন্ধ, প্রতীকী ছবি
ইসলামপুরের দাড়িভিটে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে বন্ধ। সিপিএম, কংগ্রেসকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গে এখন দ্বিতীয় শক্তিধর দল হিসাবে উঠে এসেছে বিজেপি। এবার সেই শক্তির অ্যাসিড টেস্টটা পুজোর আগেই সেরে নিতে চাইছে বঙ্গ বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে দলের শক্তিটা মেপে নেওয়ার জন্যও এই বন্ধকে কাজে লাগাতে চাইছে তারা।
এদিকে বিজেপির বাংলা বন্ধকে রুখতে তৈরি প্রশাসনও। তৃণমূল সরকার যে বন্ধ বিরোধী তা ক্ষমতায় আসার পরই পরিস্কার করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগেও বন্ধের মোকাবিলা কড়া হাতেই করেছে প্রশাসন। বুধবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। সরকারি কর্মীদের জন্য সেই পুরনো নির্দেশই জারি থাকতে চলেছে বলে মনে করছেন সরকারি কর্মীরা। কোনও মতেই ওইদিন ছুটি নেওয়া যাবে না। রাস্তা সচল রাখতে বাস ট্রাম রাস্তায় নামবে। সরকারি বাসও হয়তো বেশিই চলবে অন্যান্য বন্ধের মত।
অন্যদিকে বিজেপিও চাইবে বন্ধ সফল করতে। ফলে তারাও সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। যেখানে বিজেপির এতটুকুও সংগঠন রয়েছে, সেখানেই বন্ধ সফল করার চেষ্টা হবে। সব মিলিয়ে স্বাভাবিক জনজীবনে ফের একটা প্রভাব পড়তে চলেছে ওইদিন। এখন দেখার প্রশাসন কতটা শক্ত হাতে এই বন্ধের মোকাবিলা করতে পারে।
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…