State

রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে অনুপ্রবেশকারীরা : দিলীপ ঘোষ

Published by
Shaoni Dutta

এবার সরাসরি বাংলাতেও বেআইনিভাবে অনুপ্রবেশকারী ঢোকার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি সাফ জানিয়ে দিলেন বিজেপি কোনও অনুপ্রবেশকারীকেই ভারতে থাকতে দেবে না। মঙ্গলবার রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

দিলীপ ঘোষের দাবি, সারা ভারতে শান্তি থাকলেও বাংলায় শান্তি নেই। প্রতিদিনই এখানে অস্ত্র কারখানার হদিস মিলছে। এর জন্য দায়ী বহিরাগত অনুপ্রবেশকারীরা। লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাইরে থেকে এসে এখানে ভয়ের পরিবেশ তৈরি করছে আর দেশকে ভাঙার চেষ্টা করছে বলেও দাবি করেন দিলীপবাবু।

অন্যদিকে তিনি অভিযোগ করেন নির্দিষ্ট সময়ের পরে যারা ভারতে এসেছে তাদের দেশ থেকে বের করে দিতেই জাতীয় নাগরিক পঞ্জি তৈরির প্রক্রিয়া চলছে। কিন্তু যারা এটা নিয়ে বৃথা রাজনীতি করতে চাইছে তারাই এর বিরোধিতা করছে।

Share
Published by
Shaoni Dutta