Kolkata

কীর্তনের সুরে অমিত শাহকে স্বাগত জানাল বিজেপি

Published by
News Desk

বিজেপির যুব স্বাভিমান সমাবেশকে কেন্দ্র করে শনিবার কিছুটা হলেও গেরুয়ার দাপট দেখল কলকাতা। বিভিন্ন দিক থেকে মিছিল। বাস, মাটাডোর, গাড়িতে চেপে মেয়ো রোডমুখী বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। মাথায় বা গায়ে বিজেপির পতাকা জড়িয়ে তরুণ প্রজন্মের হৈচৈ। এদিন সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। শিয়ালদহ স্টেশন হোক বা হাওড়া, সর্বত্রই চোখে পড়েছে বিভিন্ন জেলা থেকে বিজেপির সমাবেশে আসার ভিড়। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তাঁরা স্টেশন ছেড়ে রওনা দেন মেয়ো রোডের দিকে। মুখে ছিল স্লোগান। এদিন বিজেপির সবচেয়ে বড় মিছিলটি বার হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। বিজেপির প্রধান কার্যালয় থেকে মিছিল এগোয় মেয়ো রোডের দিকে। ফলে শ্যামবাজার থেকে ধর্মতলামুখী লেন স্তব্ধ হয়ে যায়।

সকালে দিল্লি থেকে রওনা হয়েছিলেন অমিত শাহ। তাঁর দমদম বিমানবন্দরে নামার কথা ছিল সাড়ে ১১টা নাগাদ। তার আগে থেকেই বিমানবন্দরে বিজেপি কর্মীদের বিশাল ভিড় জমতে শুরু করে। খোল, করতাল বাজিয়ে কীর্তনের সুরে অমিত শাহকে স্বাগত জানাতে আগে থেকেই বাদ্যের বোল আর গানের সুরে এক অন্য পরিবেশ তৈরি হয়েছিল। তারমধ্যেই অমিত শাহ বিমানবন্দর থেকে বার হতেই তাঁকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বাধ ভাঙে। সেই ভিড়ের মধ্যে দিয়েই গাড়িতে চড়েন অমিত শাহ। এদিনের সমাবেশকে কেন্দ্র করে সারা শহর জুড়েই ছিল বিজেপির ব্যানার, ফেস্টুনের রমরমা।

(ছবি – সৌজন্যে – ফেসবুক)

Share
Published by
News Desk

Recent Posts