National

রাজ্যে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগে রাজঘাটে বিজেপির ধর্না

Published by
News Desk

রাজ্যে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। এর বিচার চান তাঁরা। চান হত্যাকাণ্ডগুলির সিবিআই তদন্ত। এই দাবিকে সামনে রেখে দিল্লির রাজঘাটে এদিন ধর্না অবস্থান করলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। ধর্না অবস্থানে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, মুকুল রায়, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়ের মত রাজ্য নেতৃত্ব। ছিলেন পুরুলিয়ায় মৃত ২ বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারের পরিবারের সদস্যরা।

হাতে প্ল্যাকার্ড, চারদিকে ঝোলানো ব্যানারের মধ্যে দিয়ে এদিন প্রতিবাদে মুখর হন বিজেপি নেতৃত্ব। এদিন তাঁরা তাঁদের অভিযোগ নিয়ে একটি স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে দেবেন বলেও জানান বিজেপির রাজ্য নেতৃত্ব।

Share
Published by
News Desk