Kolkata

গেরুয়া ঝড়ের উৎসবে মাতোয়ারা বঙ্গ বিজেপি

Published by
News Desk

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে বিজেপির অবিশ্বাস্য জয়ের পর সেখানে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস ছিল বাঁধন ছাড়া। আর গোবলয়ে দলের এই অভাবনীয় সাফল্য উদযাপন করল বঙ্গ বিজেপিও। কলকাতার বিজেপি পার্টি অফিসে এদিন গৈরিক আবীরে হোলি খেলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হোলির আগেই খুশিতে মাতোয়ারা দিলীপ ঘোষের গলায় ছিল হোলি খেলে রঘুবীরা-র সুর। এই জয়ের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে বলে দাবি করেন দিলীপবাবু। তাঁর দাবি, রাজ্যে বিজেপি ঝড় মালুম হবে আগামী পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই।

 

Share
Published by
News Desk

Recent Posts