Kolkata

দিলীপ ঘোষকে আবার হেনস্থা,প্রতিবাদে পথে বিজেপি,কুশপুতুল জ্বালাতে দিল না পুলিশ

গত শুক্রবার উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা ছিল। বিজেপির অভিযোগ সেই সভামঞ্চ তাঁদের বাঁধতেই দেয়নি তৃণমূল। তাই দুপুরে মাটাডোরে দাঁড়িয়েই সভা করেন দিলীপ ঘোষ। অভিযোগ সভা শেষ করে ফেরার সময় তাঁকে তাড়া করেন তৃণমূল কর্মীরা। ইট ছোঁড়া হয়। যার একটি দিলীপবাবুর পায়েও লাগে। দিলীপবাবুকে কাঁকিনাড়ায় হেনস্থার অভিযোগে শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করে বিজেপি। চেষ্টা হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার। পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।

কলকাতায় লালবাজার অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু দুপুরে মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছনোর পরই ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দেয়। পুলিশের কাছে প্রতিরোধ পেয়ে রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতৃত্ব সেখানেই বক্তৃতা দিতে থাকেন। এই সময়ে মুখ্যমন্ত্রীর একটি কুশপুতুল দাহ করতে যেতেই পুলিশ এগিয়ে আসে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় বিক্ষোভ দেখালেও কুশপুতুল তারা জ্বালাতে দেবে না। এদিকে বিজেপি কর্মীরাও অনড়। ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সেই অবস্থায় কুশপুতুলটা বিজেপি সমর্থকদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসে। তাতে আচমকাই বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে কুশপুতুল ফেরত পাওয়ার চেষ্টা চালান। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ অবস্থা আয়ত্তে আনতে লাঠি উঁচিয়ে তেড়েও যায়। পরে অবশ্য অবস্থা আয়ত্তে আসে।

কলকাতার পাশাপাশি এদিন আসানসোলেও বিজেপির রণংদেহী মূর্তি দেখা গেছে। বিজেপি কর্মীরা এদিন কাঁকিনাড়ার ঘটনার প্রতিবাদে স্থানীয় গির্জা মোড় থেকে মিছিল বার করেন। সিটি বাস স্ট্যান্ডের কাছে যখন মিছিল থেকে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার চেষ্টা হয় তখনই পুলিশ বাধা দেয়। জানিয়ে দেওয়া হয় কুশপুতুল দাহ করা যাবে না। বিজেপি কর্মীদের হাত থেকে একরকম কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশ। এই করতে গিয়ে হাতাহাতিও হয় পুলিশের সঙ্গে। বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে এক মহিলা পুলিশকর্মী জখম হন।

বীরভূমের রামপুরহাটেও এদিন মিছিল করে বিজেপি। প্রতিবাদ হিসাবে শবমিছিল বার করে তারা। সেইসঙ্গে বর্ধমানের কাটোয়া-কালনা রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। ফলে দীর্ঘক্ষণ ব্যস্ত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। ব্যারাকপুর কমিশনারেটের সামনেও এদিন বিক্ষোভে সামিল হয় বিজেপি।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025