Kolkata

পাহাড়ে দিলীপ ঘোষকে হেনস্থা, কলকাতার রাস্তায় প্রতিবাদে বিজেপি

Published by
News Desk

পাহাড়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্থার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেয় রাস্তায় নামলেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। এদিন বিকেলে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিজেপির প্রতিবাদ মিছিল বার হয়। বন্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর একদিকের যান চলাচল। মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। রাজের বিভিন্ন কোণায়ও প্রতিবাদ মিছিল হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য নেতারা।

এদিন দার্জিলিংয়ে সভায় বিক্ষোভের পর তা বাতিল করে রাস্তায় বার হলে একদল বিক্ষোভকারী কালো পতাকা, লাঠি হাতে বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি কর্মীদের দিকে তেড়ে আসেন। বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয়। হেনস্থার শিকার হন দিলীপ ঘোষ।

Share
Published by
News Desk

Recent Posts