Kolkata

রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন দিলীপ ঘোষ

Published by
News Desk

প্রশাসনিকভাবে সর্বত্র ব্যর্থ রাজ্য সরকার। সরকার চালানো ক্ষমতাসীন তৃণমূল সরকারের কম্মো নয়। তাই পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে কেন্দ্রের কাছে আর্জিও জানান তিনি। বসিরহাটের উত্তেজনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল চাপানউতোর নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন দিলীপবাবু। পাশাপাশি বসিরহাটের উত্তেজনাকে কেন্দ্র করে একগুচ্ছ ছবিও বিজেপি দফতরে বসে প্রোজেক্টরের মাধ্যমে সাংবাদিক বৈঠকে দেখান তিনি। এভাবে কেন প্রকাশ্যে ছবি দেখানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবুর সপাট উত্তর, এটা তিনি প্রকাশ্যে দেখাচ্ছেননা। সাংবাদিকদের যদি মনে হয় তাহলে তাঁরা দেখাবেন, নাহলে দেখাবেননা। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ করে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যজুড়ে বিজেপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও জানান দিলীপবাবু। বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দেন এই দুদিন বিভিন্ন জায়গায় থানাও ঘেরাও করা হবে।

 

Share
Published by
News Desk

Recent Posts