Kolkata

রাজ্যে ২ বিজেপি বিধায়কের ইস্তফা, বিজেপির আসন কমে ৭৫

রাজ্যে সবে নতুন বিধায়করা শপথ নিয়েছেন। আর তার মধ্যেই বুধবার ২ বিধায়ক ইস্তফাও দিয়ে দিলেন। ২ বিজেপি বিধায়ক এদিন বিধানসভায় এসে ইস্তফা দিয়ে যান।

Published by
News Desk

রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৭৭টি। প্রধান বিরোধী দলও বিজেপি। ভোটের আগে অবশ্য সরকার গড়ার আশা নিয়েই আসরে নেমেছিল গেরুয়া শিবির। সর্বশক্তি দিয়ে ঝাঁপায়ও।

জয় নিশ্চিত করতে রাজ্যের সাংসদের কয়েকজনকেও বিধানসভা নির্বাচনে প্রার্থী করে বিজেপি। যাঁদের মধ্যে ২ জন জয় পান। যার মধ্যে রয়েছেন উদয়ন গুহকে ৫৯ ভোটে হারিয়ে জয় পাওয়া বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং ১৫ হাজারের ওপর ভোটে জয়লাভ করা শান্তিপুরের বিধায়ক তথা সাংসদ জগন্নাথ সরকার।

দলের নির্দেশ মেনে বুধবার বিধানসভায় এসে এই ২ বিজেপি বিধায়ক ইস্তফা দিয়ে যান। ফলে বিজেপির রাজ্য বিধানসভায় আসন সংখ্যা কমে ৭৭ থেকে ৭৫ হয়ে গেল। কেন দলের এমন নির্দেশ?

জগন্নাথ সরকার জানাচ্ছেন, বিজেপি শীর্ষ নেতৃত্ব রাজ্যে বিজেপির ক্ষমতায় আশার কথা ভাবছিলেন। সেক্ষেত্রে তিনি মন্ত্রিসভায় একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারতেন। কিন্তু ফল তার ধারেকাছেও যায়নি।

তাই তাঁর দল চাইছে যে তাঁরা সাংসদ পদ ধরে রাখুন। বিধায়ক পদ ছেড়ে দিন। দলের ইচ্ছা মেনেই এই ইস্তফা।

বিজেপি নেতৃত্বের আশা এই ২ কেন্দ্রে ফের ভোট হবে ঠিকই। তবে সেখানে গেরুয়া শিবির আরও বেশি ভোটে জয় পাবে।

Share
Published by
News Desk

Recent Posts