Kolkata

শুক্রবার বিজেপির পথ অবরোধ

Published by
News Desk

বিজেপির লালবাজার অভিযানে তাদের কর্মী সমর্থকদের ওপর পুলিশি আক্রমণ হয়েছে, এই অভিযোগ করে আগামী শুক্রবার রাজ্যে প্রতিবাদ পথসভা করতে চলেছে বিজেপি। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন কোণায় পথ অবরোধ করবেন বিজেপি কর্মী সমর্থকেরা। তবে তা ঠিক কোন সময়ে হবে তা বিজেপির তরফে জানানো হয়নি। ফলে যে কোনও সময়েই পথ অবরোধ হতে পারে। ফলে শুক্রবার পথ অবরোধে নাকাল হতে হতে পারে রাজ্যবাসীকে। বৃহস্পতিবার তাদের লালবাজার অভিযানে পুলিশি অত্যাচার হয়েছে বলে দাবি করে রাজ্যপালের কাছেও পুরো ঘটনা জানিয়ে আসেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

 

Share
Published by
News Desk

Recent Posts