Kolkata

বিজেপি পার্টি অফিসের সামনে তুলকালাম

Published by
News Desk

ফিয়ার্স লেনে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের পথ আটকানোর পর শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা পুলিশের লাঠিচার্জে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে অনেকে বিজেপি পার্টি অফিসের দিকে চলে যায়। বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে সামান্য এগোলেই সেন্ট্রাল অ্যাভিনিউ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মী সমর্থকদের সরে যেতে বলে পুলিশ। তখন বিজেপি পার্টি অফিসে অনেক কর্মী সমর্থকের ভিড়। সেখান থেকে আচমকাই পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। বিজেপি কর্মীরা পিছু হঠে পার্টি অফিসে ঢুকে পড়েন। অনেকে আবার পিছনের গলির দিকে ছুটে পালান। বেশ কিছুক্ষণ এমন চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যাহত হয় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর যান চলাচল।

 

Share
Published by
News Desk

Recent Posts