State

মঙ্গলবার জেলায় ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিল বিজেপি

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুতে উত্তর দিনাজপুরে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দিল বিজেপি।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে জুড়ে করোনা রুখতে কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চলছে। এরমধ্যেই তাদের দলীয় বিধায়কের রহস্য মৃত্যুর প্রতিবাদে উত্তর দিনাজপুরে বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। পুলিশ প্রাথমিক তদন্তের পর আত্মহত্যা বললেও বিজেপি তা মানতে নারাজ। বিজেপির দাবি এটা কোনও আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। যার সিবিআই তদন্ত চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার ভোরে বিধায়কের বাড়ি থেকে কিছুটা দূরেই একটি বন্ধ দোকানের সামনের চাতালে দড়িতে ঝুলতে দেখা যায় বিধায়ককে। ভোরে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই দ্রুত সেখানে মানুষের ভিড় জমে যায়। বিজেপি কর্মী, সমর্থকেরা ভিড় জমান। হাজির হয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিজেপি নিশানা করেছে তৃণমূলকে।

বিজেপি সহ মৃত বিধায়কের পরিবারের দাবি ওই বিধায়ককে হত্যাই করা হয়েছে। গভীর রাতে কয়েকজন বাইকে করে এসে ওই বিধায়ককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে দাবি পরিবারের। তারপর আর তিনি ফেরেননি। সোমবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে কয়েকজনের নাম রয়েছে। তবে তদন্তের স্বার্থে নামগুলি গোপন রেখেছে পুলিশ।

Share
Published by
News Desk