Entertainment

চলে গেলেন বিপ্লবকেতন চক্রবর্তী, চুনিহীন বাংলা মঞ্চ

Published by
News Desk

পান্না দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আগেই পারি দিয়েছিলেন অনন্তলোকে। এবার সেখানেই চলে গেলেন চুনি। বাংলার নাটক, টেলিসিরিয়াল, সিনেমা জগতের অন্যতম রত্ন বিপ্লবকেতন চক্রবর্তী মারা গেলেন।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। যকৃতের সমস্যা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন ভোরে তাঁর মৃত্যু হয়।

নাট্যমঞ্চে নিজের অভিনয় জীবন শুরু করা বিপ্লবকেতনবাবু নাটক ছাড়াও অন্যান্য মাধ্যমে নিজের সফল উপস্থিতির মধ্যে দিয়ে বাঙালির মনে চিরস্থায়ী জায়গা তৈরি করে নিয়েছিলেন। প্রয়াত অপর অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিভিশনের পর্দায় চুনিপান্না সিরিয়াল এই শতকের শুরুর দিনগুলোয় দর্শকমনে বিপুল সারা জাগিয়েছিল।

Share
Published by
News Desk

Recent Posts