National

চপার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী, বেঁচে গেলেন ১ জন

চপার দুর্ঘটনায় মৃত্যু হল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী সহ মোট ১৩ জনের। বেঁচে গেছেন ১ জন।

Published by
News Desk

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর খবর নিশ্চিত করল ভারতীয় বায়ু সেনা। ট্যুইট করে একথা জানায় আইএএফ। চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী সহ মোট ১৩ জনের। বেঁচে গেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।

এদিন দিল্লিতে এই দুর্ঘটনা নিয়ে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। প্রতিরক্ষামন্ত্রী সহ ৩ সেনাপ্রধান এদিন বিকেলে জেনারেল বিপিন রাওয়াতের বাসভবনে গিয়ে তাঁর পরিজনদের সান্ত্বনা দিয়ে আসেন।

এদিকে ঘটনাস্থলে যাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কী কারণে চপারটি ভেঙে পড়ে তা এখনও স্পষ্ট নয়। চপার দুর্ঘটনায় তদন্তের নির্দেশে দিয়েছে বায়ুসেনা।

ভেঙে পড়া বায়ুসেনার এমআই-১৭ভি৫ চপার, ছবি – আইএএনএস

বিপিন রাওয়াতের একটি সেমিনারে বক্তব্য রাখার ছিল বুধবার বিকেল ৩টেয়। সেজন্য তিনি, তাঁর স্ত্রী এবং ভারতীয় বায়ুসেনার উচ্চপদস্থ বেশ কয়েকজন আধিকারিককে নিয়ে রাশিয়ার তৈরি ভারতীয় সেনার এমআই-১৭ভি৫ চপারটি ওড়ে কোয়েম্বাটুরের সুলুর সেনা ঘাঁটি থেকে। যাচ্ছিল ওয়েলিংটন সেনা ঘাঁটি।

ওড়ার পর সেটি নীলগিরি পর্বতমালার কাছে আচমকাই কুন্নুর এলাকায় ভেঙে পড়ে। চপারে আগুন ধরে যায়। কপ্টারে থাকা সকলেই ভেঙে পড়া চপারের সঙ্গে গিয়ে পড়েন নিচের পাহাড়ি এলাকায়।

বেলা ১২টার পর এই ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারে হাত লাগান স্থানীয়রাও। বায়ুসেনাকে উদ্ধারকাজে নামানো হয়। পাহাড়ি এলাকা ও চা বাগানে ভরা এলাকায় উদ্ধারকাজ শুরুর পর এক এক করে দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts