ফাইল : সলমন খান, ছবি - আইএএনএস
তিনি প্রথম জীবনে কাজ করেছেন দক্ষিণী সিনেমায়। এটা অবশ্য বলিউডে প্রতিষ্ঠা পাওয়া একাধিক নায়িকার জীবনেই ঘটেছে। শুরু দক্ষিণী সিনেমা দিয়ে। তারপর বলিউডে পা রাখা। তাঁর ক্ষেত্রেও সেটাই হয়েছিল।
তাঁকে দক্ষিণের সিনেমায় দেখে সতীশ কৌশিক ফোন করেন। জানতে চান তিনি ‘তেরে নাম’ নামে একটি সিনেমা তৈরি করছেন। ভূমিকা সেখানে অভিনয় করতে চান কিনা।
সতীশ কৌশিক অফার করছেন। সেখানে আর না করেননি ভূমিকা চাওলা। সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন সলমন খান। সেটা ছিল ২০০৩ সালের কথা। এরপর ফের তিনি সলমন খানের সঙ্গে অভিনয় করেন ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়।
ভূমিকা কিন্তু সলমন খানের সঙ্গে অভিনয় করেই খুশি এমনটা নয়। তাঁর মতে, সলমন খান একজন ভাল মানুষ। যিনি তাঁকে অনেকটা ছোট মেয়ের মত করে বসিয়ে অনেক কিছু শিখিয়েছেনও।
সলমন খানের অভিজ্ঞতার ঝুলি বিশাল বলে দাবি করেছেন ভূমিকা। সেই অভিজ্ঞতা থেকেই সলমন খান তাঁকে হাতে ধরে শিখিয়েছিলেন কীভাবে অভিনয়ের উন্নতি করতে হয়। সেই সঙ্গে সলমন খান তাঁকে অনেকগুলি ছোট ছোট টিপস দিয়েছিলেন।
সিনেমা শিল্প এবং কীভাবে এই সিনেমা শিল্প চলে সে সম্বন্ধে অনেক কিছু তাঁকে জানিয়েছিলেন সলমন খান। যা তাঁর কাজে লেগেছে। সলমন খানকে একজন বিশাল মাপের তারকা ছাড়াও একজন বড় মাপের মানুষ বলে দাবি করেছেন ভূমিকা চাওলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…