Entertainment

রাজকুমার রাওকে তাঁর বড় জা বলে খোঁচা দিলেন ভূমি পেডনেকর

অভিনেতা রাজকুমার রাও তাঁর বড় জা। এভাবেই অভিনেতাকে খোঁচা দিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। কিন্তু কেন এমন খোঁচা? কারণও জানালেন ভূমি।

Published by
News Desk

বলিউডে এখন প্রথমসারির অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর। মূল ধারার সিনেমার বাইরেও যেসব সিনেমা বাণিজ্যিকভাবে চূড়ান্ত সফল হয়েছে, সেই সব সিনেমার তালিকায় নজর দিলেই অনেক সিনেমায় এঁদের ২ জনের নাম পাওয়া যায়।

সেই রাজকুমার ও ভূমির সিনেমার শ্যুটিংয়ের সময় সেটে কেমন রসায়ন তা নিয়ে একটি টিভি শোয়ে আলোচনার সময় ভূমি সাফ জানান, রাজকুমার সেটে তাঁর বড় জায়ের ভূমিকা পালন করেন।

সেটে একটা লেগ পুল বা তাঁকে নিয়ে মস্করার সুযোগ হাত ছাড়া করেননা রাজকুমার। সারাক্ষণ তাঁকে খোঁচা দিতে থাকেন। তাই ভূমির ব্যাখ্যা রাজকুমার তাঁর বড় জায়ের মতন।

যদিও পুরো ব্যাপারটাই মজা করে বলা। আদপে এই ২ অভিনেতার রসায়ন অত্যন্ত ভাল। ২ জনই বলিষ্ঠ অভিনেতা। তবে রাজকুমার যে খোঁচা দেওয়ার একটাও সুযোগ হাতছাড়া করেন না এটা ভূমি সাফ জানিয়ে দিয়েছেন। হাসির ছলেই ২ জনে কথাগুলো বলেন।

দম লাগাকে হাইসা, টয়লেট এক প্রেমকথা, শুভ মঙ্গল সাবধান-এর মত একের পর এক সফল সিনেমার পর ভূমি অভিনয় করছেন লকডাউনের সময়ের পটভূমিতে তৈরি সিনেমা ভিড়-এ। সেই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন রাজকুমারও।

এই ২ অভিনেতা পর্দায় যেমন সাবলীল এবং নিজেদের চরিত্র চিত্রায়নে সিদ্ধহস্ত, তেমনই ২ জনের খুনসুটি টিনসেল টাউনে বেশ প্রসিদ্ধ। অবশ্য এই হাসিঠাট্টার মধ্যেই সিনেমার শ্যুটিংয়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ঘটনা অন্য অভিনেতারাও করে থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk