Entertainment

বাড়িতেই আনাজ ফলাচ্ছেন বিখ্যাত অভিনেত্রী

লকডাউনে বাড়িতে সময় কাটাতে অনেকেই অনেক কিছু বেছে নিচ্ছেন। আর সেই তালিকায় শখ জিনিসটা একটু বেশিই গুরুত্ব পাচ্ছে। তেমনই অনেক দিনের শখ এবার মিটিয়ে নিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী।

Published by
News Desk

লকডাউনে সময় কাটানোটাই দায় হয়ে উঠেছে। সেইসঙ্গে একটা কী হয়, কী হয় মানসিক চাপও কাজ করছে। ব্যস্ত জীবনে এতটা সময় বাড়িতে থাকার অভ্যাস কারোরই প্রায় নেই। ব্যস্ত মানুষজন বাড়িতে পরিবারের সঙ্গে এই কদিনে যা সময় কাটিয়েছেন গত কয়েক বছর মিলিয়ে ফেললেও এতটা সময় পরিবারের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাটানোর সময় পাননি তাঁরা। সেইসঙ্গে কাজের চাপে হারিয়ে যাওয়া শখ বা মনের কোণে ধুলো মেখে পড়ে থাকা প্রতিভাগুলো এখন আশ মিটিয়ে উপভোগ করে নিচ্ছেন অনেকে। যেমন করছেন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ভূমি পেডনেকর। বাড়িতেই তিনি ফলিয়ে ফেলেছেন বিভিন্ন আনাজ থেকে ফল।

ভূমি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর হাইড্রোপোনিক্স শেখার শখ বহুদিনের। হাইড্রোপোনিক্স মানে মাটি ছাড়া চাষ। মায়ের কাছ থেকে এটা শিখতে চেয়েছিলেন তিনি। কিন্তু এতদিন সময় পাননি। লকডাউন সেই সময়টা করে দিয়েছে। ফলে তিনি লকডাউনের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন এটা তিনি মায়ের কাছে শিখে নেবেন। অবশেষে শুধু শিখেই নেননি, তা কাজে লাগিয়ে বাড়িতেই ফলিয়ে ফেলেছেন বেগুন, কাঁচালঙ্কা, মেথি থেকে স্ট্রবেরির মত ফল।

সেসব ছবিও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন ভূমি। ছবি থেকেই স্পষ্ট যে যেসব আনাজ বা ফল তিনি ফলিয়েছেন তা কোনও অংশে পাকা হাতের কাজের চেয়ে কম নয়। ভূমি জানিয়েছেন তিনি ও তাঁর মা প্রতিদিন এসব গাছের পরিচর্যা করছেন। এবার সেই পরিচর্যার ফল যে গাছগুলি দিতে শুরু করেছে তা ছবি থেকেই স্পষ্ট। ভূমি জানিয়েছেন আপাতত তিনি মায়ের সঙ্গে এই কাজটা চালিয়ে যাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts